ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে লোডশেডিং ॥ বিপর্যস্ত তাঁত শিল্প

প্রকাশিত: ০৭:২১, ১৬ জুন ২০১৬

টাঙ্গাইলে লোডশেডিং ॥  বিপর্যস্ত তাঁত শিল্প

ইফতেখারুল অনুপম, টাঙ্গাইল ॥ ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে টাঙ্গাইলের তাঁত শিল্প। ঈদকে সামনে রেখে এ শিল্পের সঙ্গে জড়িতরা চরমভাবে বিপাকে পড়েছে। জেলার লক্ষাধিক গ্রাহকের বিদ্যুতের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে পল্লী বিদ্যুত বিভাগ। ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে বিরাজ করছে অচলাবস্থা। যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে তাঁত শিল্পে। এর ফলে ডিজেল তেল চালিত জেনারেটরের মাধ্যমে পাওয়ারলুম ও হ্যান্ডলুম তাঁত চালাতে হচ্ছে। বিদ্যুত বিভ্রাটের শিকার দেলদুয়ার উপজেলার পাথরাইল, নলশোঁধা, বড়টিয়া, মঙ্গলহোড়, চিনাখোলা, সদর উপজেলার ধুলটিয়া, করটিয়া, বাজিতপুর, পোড়াবাড়ি, এনায়েতপুর, কালিহাতী উপজেলার বল্লা, রামপুরের মতো তাঁত শিল্প খ্যাত গ্রামগুলো। তাঁত মালিকদের অভিযোগ, লোডশেডিং নামক এ বিপর্যয়ে ধ্বংসের মুখে পড়েছে এ অঞ্চলের তাঁত শিল্প। নষ্ট হচ্ছে ইলেকট্রনিক্স প্রযুক্তিতে তৈরি লাখ লাখ টাকার পাওয়ারলুম তাঁতগুলো। ব্যবসা বাঁচিয়ে রাখতে বাধ্য হয়ে এ শিল্পের ব্যবসায়ীদের ডিজেল চালিত জেনারেটরের মাধ্যমে চালাতে হচ্ছে পাওয়ারলুম ও হ্যান্ডলুম তাঁত। অতিরিক্ত এ ব্যয়ে তাঁতের শাড়ির উৎপাদন খরচও এ শাড়ির বাজার মূল্য বৃদ্ধি পাবে এবার ঈদে। এ ব্যাপারে পল্লী বিদ্যুত দেলদুয়ার জোনাল অফিসের ডিজিএম আহমেদ জাবের বলেন, টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতি দেলদুয়ার জোনাল অফিসের আওতায় সাধারণ, বাণিজ্যিক ও সেচ প্রকল্প মিলে গ্রাহক রয়েছে প্রায় ৪৫ হাজার। বৃহৎ এই গ্রাহকের বিদ্যুত চাহিদা ১৩-১৪ মেগাওয়াট। কিন্তু জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট। এর ফলেই লোডশেডিংয়ের মাধ্যমে গ্রাহকের চাহিদা মেটাতে হচ্ছে। বিরসা মু-ার মৃত্যুদিবস উপলক্ষে সভা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ জুন ॥ উলগুলানের মহানায়ক বিরসা মু-ার ১১৬তম মৃত্যুদিবস উপলক্ষে বুধবার নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেসক্লাবে আদিবাসী যুব পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা সভার আয়োজন করে। আদিবাসী যুব পরিষদের সভাপতি মার্টিন মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা কমিটির উপদেষ্টা কবি অধ্যাপক (অব) আতাউল হক সিদ্দিকী। এছাড়া জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, জয়নাল আবেদীন মুকুল, সুভাষ চন্দ্র হেম্ব্রম, নরেন চন্দ্র পাহান, সুধীর পাহান, নিরঞ্জন পাহান, হরিদাস পাহান, দীলিপ পাহান, অলিভ পাহান, নগেন উড়াও, কাজল পাহান প্রমুখ আলোচনায় অংশ নেন।
×