ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লর্ডস টেস্টে বৃষ্টির বাগড়া

প্রকাশিত: ০৬:২৬, ১৩ জুন ২০১৬

লর্ডস টেস্টে বৃষ্টির বাগড়া

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টির কবলে পড়েছে লর্ডস টেস্ট। রবিবার এ রিপোর্ট লেখার সময় প্রায় চার ঘণ্টা পর তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা মাত্র শুরু হয়েছে। ইংল্যান্ডের ৪১৬ রানের জবাবে প্রথম ইনিংসে ২৮৮ রানে অলআউট হয় সফরকারী শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১০৯ রান করে ২৩৭ রানের লিড স্বাগতিক ইংলিশদের। দুই জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। বৃষ্টিই অতিথি লঙ্কানদের সিরিজে হোয়াইটওয়াশের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে! এ্যাঞ্জেলো ম্যাথুজের দল হয়ত সেই প্রার্থনাই করবে। দাপুটে সিরিজে ইংলিশদের জন্য দুঃসংবাদ ইনজুরিতে পড়েছেন কুক। তৃতীয় দিন সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলেন অধিনায়ক। এ সময় হাঁটুতে আঘাত পেয়ে তাকে মাঠ ছাড়তে হয়। দলের হয়ে দ্বিতীয় ইনিংসে আর ওপেনিংয়ে নামতে পারেননি। এ্যালেক্স হেলসের সঙ্গে গোড়াপত্তন করেন নিক কম্পটন। লর্ডসে ২০০২ সালের পর প্রথমবারের মতো দুই বাঁহাতি ওপেনারকে দেখে ইংল্যান্ড। আর ভারপ্রাপ্ত হিসেবে নেতৃত্ব দেন জো রুট। কুকের এক্সরে করানো হয়েছে, তার হাড়ে কোন চিড় ধরা পড়েনি। এই সিরিজেই প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কুক। কম বয়সে এই ল্যান্ডমার্ক ছুঁতে শচীনকে টপকে যান তুখোড় বাঁহাতি উইলোবাজ। একই দিনে মাঠে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় তিরস্কৃত হয়েছেন জেমস এ্যান্ডারসন। প্রতিপক্ষ ব্যাটসম্যান কুশল পেরেরা ও রঙ্গনা হেরাথ ৭১ রানের জুটি গড়লে ‘সেøজিং’ শুরু করেন ইংল্যান্ড পেসার। আম্পায়ার সুন্দরম রবি সতর্ক করতে গেলে উল্টো তাঁকে অসম্মান করে বসেন! পরে দুঃখ প্রকাশ করায় জরিমানার পরিবর্তে ম্যাচ রেফারি এ্যান্ডি পাইক্রফট এ্যান্ডারসনকে তিরস্কার করেন।
×