ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে গুণী শিল্পীদের সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৭:৪৯, ৫ জুন ২০১৬

জয়পুরহাটে গুণী শিল্পীদের সম্মাননা প্রদান

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জয়পুরহাটের ৫ জন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বুধবার সন্ধ্যায়। এরা হলেন যামিনী ম-ল (নৃত্য), মন্টু দাস (বাঁশি), ওস্তাদ রুহুল কুদ্দুস (সঙ্গীত), বকুল সওদাগর (নাটক) ও মোঃ কামরুল হাসান (ফটোগ্রাফি)। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুর রহিম, বিশেষ অতিথি পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলী, শিক্ষবিদ অধ্যক্ষ খাজা সামছুল হক, এ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি ও জাতীয় রবীন্দ্রসঙ্গিত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল হক বাবুল। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অতীন কুমার কু-ু। সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননাপত্র ও প্রত্যেককে ১০ হাজার করে অর্থ প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এরপর শিল্পকলা একাডেমির শিল্পীরা এক মনোজ্ঞ সঙ্গীত ও মুকাভিনয় পরিবেশন করে।
×