ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনা বিমানবাহিনীতে শীঘ্রই যুক্ত হচ্ছে স্টেলথ বিমান জে-২০

প্রকাশিত: ০৩:৪৪, ৪ জুন ২০১৬

চীনা বিমানবাহিনীতে শীঘ্রই যুক্ত হচ্ছে স্টেলথ বিমান  জে-২০

চীন এখনও তার প্রথম স্টেলথ যুদ্ধবিমান জে-২০’র পরীক্ষা-নিরীক্ষা করছে। তবে যুদ্ধবিমানটি শীঘ্রই বিমানবাহিনীতে যুক্ত হবে। জে-২০ ইতোমধ্যেই সক্রিয় বহরে যুক্ত হয়েছে বলে চীনা সংবাদ মাধ্যমগুলোর এমন ছবি প্রকাশিত হওয়ার পর দেশটির বিমানবাহিনী এ কথা জানিয়েছে। খবর ইয়াহু নিউজের। চীন আশা করছে, জে-২০ যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক শূন্যস্থান পূরণে সামান্য সহায়তাই করবে এবং বিমানটির প্রথম উড্ডয়ন পরীক্ষার সত্যতা নিশ্চিতকরণ কাকতলীয়ভাবে তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের ২০১১ সালের বেজিং সফরের সময়ের সঙ্গে মিলে যায়। কিছু বিশ্লেষক বলেছেন, জে-২০’এর ছবি দেখে ধারণা করা হচ্ছে, চীন তার প্রতিদ্বন্দ্বী লকহিড মার্টিনের রাডার ফাঁকি দিতে সক্ষম এফ-২২ র‌্যাপটরের তুলনায় ধারণার চেয়েও দ্রুত উন্নতি করেছে। জে-২০ প্রশিক্ষণ মহড়ায় দেখা গেছে, এমন প্রতিবেদনকে ‘অনির্ভরযোগ্য’ বলে চীনের বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে।
×