ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘ডে বাই ডে’ চলচ্চিত্রের প্রিমিয়ার

প্রকাশিত: ০৪:০৮, ৩০ মে ২০১৬

‘ডে বাই ডে’ চলচ্চিত্রের প্রিমিয়ার

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশী বংশোদ্ভূত কোরিয়ান নির্মাতা শেখ আল মামুন নির্মিত ‘ডে বাই ডে’ প্রামাণ্য চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রিমিয়ার শনিবার বিকেলে ঢাকার পাবলিক লাইব্রেরির সেমিনার হলে অনুষ্ঠিত হয়। অভিবাসীদের জীবন সংগ্রামের গল্পকে উপজীব্য করে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্রের ভাবনা ও পরিচালনা করেছেন কোরিয়া প্রবাসী পরিচালক শেখ আল মামুন। এডিটিং ও শব্দ পরিকল্পনা করেছেন বাংলাদেশের সাইফুল ইসলাম জার্নাল, স্পেশাল শব্দ প্রয়োগ করেছেন যৌথভাবে উজবেকিস্তানের দোস্তান আতাভেকব ও ইজাতিল্লাহ তলিপভ। মামুন ইনেশিয়েটিভের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটির প্রিমিয়ার আয়োজন করে জলজ মুভিজ। চলচ্চিত্রটির ব্যাপ্তি ২৫ মিনিট।
×