ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধার ৫ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

প্রকাশিত: ০১:২৭, ২৯ মে ২০১৬

গাইবান্ধার ৫ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাইবান্ধার সদর উপজেলায় ৫ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে। অন্যদিকে অন্য মামলায় একজনকে গ্রেফতার করা হলে তাকেও শোন এরেষ্ট জন্য আদেশ দেয়া হয়েছে। যে সমস্ত রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে তারা হলেন আব্দুল জব্বার মন্ডল , জহির রহমান শেখ, আব্দুল ওয়াহেদ মন্ডল , মোন্তাজ আলী ব্যাপারী, আজগর হোসেন খান । আর শোন এরেষ্টএর জন্য যাকে আদেশ প্রদান করা হয়েছে তিনি হলেন রনজু মিয়া। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ রবিবার এ আদেশ প্রদান করেছেন। এ সময় প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর হৃষিকেশ সাহা।
×