ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে কনসার্টে গুলি

প্রকাশিত: ১৯:৩০, ২৬ মে ২০১৬

নিউইয়র্কে কনসার্টে গুলি

অনলাইন ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে র‌্যাপ সংগীতের একটি কনসার্ট চলার সময় গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। তবে এই হামলার লক্ষ্য ও কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। বুধবার (২৫ মে) দিনগত রাতে নিউইয়র্কের মিউজিক ভেন্যু হিসেবে খ্যাত আরভিং প্লাজায় এ হামলার ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (২৬ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়। স্থানীয় পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে একব্যক্তি আকস্মিকভাবে গুলি চালালে এক নারী পায়ে এবং এক পু‍রুষ বুকে গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। তবে ওই হামলাকারীর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ওই কনসার্টে কমপক্ষে এক হাজার দর্শক উপস্থিত ছিলেন। গুলির ঘটনার সঙ্গে-সঙ্গে আতঙ্কে দর্শকদের বিভিন্ন দিকে ছুটতে দেখা যায়। পরে পুলিশের উপস্থিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। গুলিবিদ্ধ দু’জনের অবস্থা আশঙ্কাজনক। দু’জনই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
×