ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাদিক খানকে ছাড় দেবেন ট্রাম্প!

প্রকাশিত: ০৪:০৬, ১১ মে ২০১৬

সাদিক খানকে ছাড় দেবেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করলেও লন্ডনের সদ্যনির্বাচিত প্রথম মুসলিম মেয়র সাদিক খানের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। খবর বিবিসির। লন্ডনের নবনির্বাচিত মেয়র আশঙ্কা প্রকাশ করেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। রিপাবলিকান ধনকুবের ট্রাম্প বলেন, ব্যতিক্রম সবসময়ই থাকে। গত নবেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেন। ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্য দেশে-বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হয়। তার দাবি, যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রস্তাবিত সাময়িক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন। ট্রাম্প বলেন, সাদিক খান লন্ডনকে নেতৃত্ব দিতে যাচ্ছেন তাতে তিনি অত্যন্ত খুশি। টাইম ম্যাগাজিনকে সাদিক খান বলেন, আমি যুক্তরাষ্ট্রে যেতে চাই সেখানকার মেয়রদের সঙ্গে সাক্ষাত করতে এবং তাদের সঙ্গে সম্পর্ক গড়তে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমার ধর্মীয় বিশ্বাসের কারণে যুক্তরাষ্ট্রে আমাকে ঢুকতে দেয়া হবে না। তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ট্রাম্পের এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্রে গ্রহণযোগ্য হবে না।
×