ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরের প্রথম কার শেডের উদ্বোধন ৭ মে

প্রকাশিত: ০৩:৫০, ১ মে ২০১৬

চট্টগ্রাম বন্দরের প্রথম কার শেডের  উদ্বোধন ৭ মে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে ৯শ’ গাড়ির ধারণ ক্ষমতাসম্পন্ন চট্টগ্রাম বন্দরে নির্মিত নতুন কার শেডটি অবশেষে চালু হচ্ছে। আগামী ৭ মে এ কার শেডের উদ্বোধন করবেন নৌমন্ত্রী শাজাহান খান। এ বন্দরে বছরের পর বছর খোলা আকাশের নিচে আমদানির সব জাতীয় গাড়ি সংরক্ষণ করে আসছিল। সামান্য সংখ্যক গাড়ি বন্দরকে টাকা পরিশোধের মাধ্যমে অন্য একটি শেডে রাখার ব্যবস্থা ছিল মাত্র। নতুন কার শেডটি আমদানিকারকদের গাড়ির নিরাপত্তার পাশাপাশি যন্ত্রাংশ চুরি ও নানা ধরনের অপকর্মের হাত থেকে রক্ষা করবে। বন্দর স্টেডিয়ামের বিপরীত পাশে অকশন শেড সংলগ্ন এলাকার ৫ একর জমির ওপর নতুন এ কার শেডটি নির্মিত হয়েছে । এর কাজ সম্পন্ন হয় ২০১৫ সালের ৯ মে। নানা কারণে একটি এটি উদ্বোধনের অপেক্ষায় ছিল। বন্দর সূত্র জানায়, স্টিল কাঠামোর ছাউনি দেয়া প্রায় ২ লাখ হাজার বর্গফুট সম্পন্ন কার শেডটি গেল বছর সম্পন্ন হয়। ৮ সারিতে ১শ’ করে ৮শ’ গাড়ি, দুই সারিতে ৫০ করে ১শ’ গাড়ি রাখার স্থান করা হয়েছে। বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মোঃ জাফর আলম সাংবাদিকদের জানিয়েছেন, নবনির্মিত কার শেডটির ২শ’ মিটার রাস্তার জন্য রেলওয়ের অনুমোদন পেতে দীর্ঘসূত্রতা সৃষ্টি হওয়ায় এর উদ্বোধন বিলম্ব হয়েছে।
×