ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে বিশ্বব্যাংকের প্রশ্ন

প্রকাশিত: ২০:২৬, ৩০ এপ্রিল ২০১৬

জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে বিশ্বব্যাংকের প্রশ্ন

অনলাইন ডেস্ক॥ চলতি ২০১৫-১৬ অর্থবছরে সরকারের প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, আগামী অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের স্থানীয় কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিমত ব্যক্ত করা হয়। বিশ্বব্যাংক বলেছে, জিডিপি প্রবৃদ্ধির সরকারি হিসাব মেলানো যাচ্ছে না। বাংলাদেশ সরকার বলছে, এ বছর জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে ৭ দশমিক ০৫ শতাংশ। কিন্তু এ বছর শুধু রফতানি ছাড়া অন্য কোনো সূচকই ভালো অবস্থানে নেই। তাহলে কীভাবে প্রবৃদ্ধি এত হবে।
×