ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘হুম’ আবৃত্তি এ্যালবামের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৪:১৪, ২৬ এপ্রিল ২০১৬

‘হুম’ আবৃত্তি এ্যালবামের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ শুদ্ধ ধারার সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘শুভজন’ এর আয়োজনে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার অধ্যাপক আখতার ইমাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো প্রতিশ্রুতিশীল আবৃত্তিশিল্পী তরুণ রাসেল ও তামান্না জেসমিনের দ্বৈত আবৃত্তি অনুষ্ঠান। এ উপলক্ষে অনুষ্ঠানে দুইশিল্পীর আবৃত্তি এ্যালবাম ‘হুম’ মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া এ উপলক্ষে ছিল মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করে শুভজন সভাপতি গীতিকার এম আর মনজুর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, বিশিষ্ট সাংবাদিক কাজী রওনাক হোসেন, ভাস্কর মৃনাল হক, কবি সৈয়দ আল ফারুক, কথা সাহিত্যিক মঈনুদ্দিন কাজল, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রনাথ রায় চৌধুরী, ব্যবসায়ী মঈন-উ আহমেদ, শুভজন সাধারণ সম্পাদক কবি নইম হাসান প্রমূখ। অনুষ্ঠানে অগ্নিবীণা থেকে প্রকাশিত তরুণ রাসেল ও তামান্না জেসমিনের আবৃত্তি এ্যালবাম হুম এর মোড়ক উন্মোচন শেষে দ্বৈত ও একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী তরুণ রাসেল এবং তামান্না জেসমিন। কবিতা,গান আর নৃত্যে সাজানো অনুষ্ঠানে পঞ্চ কবির গান পরিবেশন করেন শুভজনের সদস্য সঙ্গীতশিল্পী মল্লিকা, বিডি হৃদয়, সাবিনা লাকী, সামিত চৌধুরী, জাহিদ হোসেন ও শায়লা রহমান। নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পী ইকবাল, নাইম, লিজা ও নিলিমা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী আব্দুল্লাহ। প্রসঙ্গত প্রায় এক বছরের প্রস্তুতি শেষে অগ্নিবীণার ব্যানারে প্রকাশ পেল প্রতিশ্রুতিশীল আবৃত্তিশিল্পী তরুণ রাসেল এবং তামান্না জেসমিনের আবৃত্তির এ্যালবাম হুম। তামান্না জেসমিনের লেখা কবিতা ও কথোপকথন দিয়ে সাজানো এই এ্যালবামে ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের সাভারে রানা প্লাজায় ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ গার্মেন্টস দুর্ঘটনার ছায়া অবলম্বনে একটি করুণ উপাখ্যান তুলে ধরা হয়েছে। এ্যালবাম প্রসঙ্গে আবৃত্তিশিল্পী তরুণ রাসেল ও তামান্না জেসমিন জানান, একেবারেই ভিন্ন ধাঁচের এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে এই এ্যালবামটি করা হয়েছে। এতে প্রেম, রোমান্টিকতা, বিষাদ এবং দেশ-বিদেশের চলমান ইস্যু ও ঘটনার চিত্রায়ণ করা হয়েছে। তামান্না জেসমিন একজন সঙ্গীত ও আবৃত্তিশিল্পী। অবসরে লেখালেখি করেন। অন্যদিকে তরুণ রাসেল একজন বিজ্ঞানী। পাশাপাশি মুক্ত সাংবাদিকতা এবং সাহিত্য-সাংস্কৃতিক চর্চায় যুক্ত আছেন। নিয়মিত মঞ্চ ও টেলিভিশনে কবিতা পাঠ করছেন। এটি তাদের দু’জনারই প্রথম আবৃত্তির এ্যালবাম।
×