ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বরিশালে ট্রলারসহ বাগদা রেনু জব্দ

প্রকাশিত: ২০:৫৩, ২৪ এপ্রিল ২০১৬

বরিশালে ট্রলারসহ বাগদা রেনু জব্দ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে রবিবার সকালে অভিযান চালিয়ে ট্রলার ভর্তি বাগদা চিংড়ির রেনু জব্দ করেছে কোষ্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ডের গোয়েন্দা স্টাফ আব্দুস সাত্তার জানান, হাতিয়া থেকে ট্রলারযোগে মাটির পাতিলে করে বাগদা চিড়িংর রেনু আনার খবর পেয়ে তারা অভিযান পরিচালনা করেন। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে ট্রলার ফেলে লোকজন পালিয়ে যায়। তিনি আরও জানান, জব্দকৃত প্রায় তিন লাখ বাগদা রেনু মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পায়রা নদীতে অবমুক্ত করা হয়েছে।
×