ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামীকাল নীলফামারীর ১২ ইউনিয়নের ভোট গ্রহন

প্রকাশিত: ২২:৫৫, ২২ এপ্রিল ২০১৬

আগামীকাল নীলফামারীর ১২ ইউনিয়নের ভোট গ্রহন

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ তৃতীয় দফায় ২৩ এপ্রিল নীলফামারী সদরের ৫টি ও ডিমলা উপজেলার ৭টি সহ ১২টি ইউনিয়নে আগামীকাল শনিবার ভোট। সুষ্ঠ ও শান্তিপূর্ন ভোট গ্রহণের সকল প্রস্তুতি স¤পন্ন করেছে প্রশাসন। বিশৃঙ্খলা এড়াতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। যে ১২টি ইউনিয়নে আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে সে গুলোর মধ্যে রয়েছে জেলা সদরের সংগলশী, সোনারায়, চড়াইখোলা, রামনগর ও কচুকাটা এবং ডিমলা উপজেলায় পূর্বছাতনাই, পশ্চিম ছাতনাই, বালাপাড়া, ডিমলা সদর, খালিশাচাঁপানী, নাউতারা ও ঝুনাগাছচাঁপানী। জেলা নির্বাচন অফিসার জিলহাস উদ্দিন জানান সুষ্ঠ অবাধ ভোট গ্রহনে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ওই ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৭ জন, সাধারন সদস্য পদে ৪৩১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে।
×