স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীতে অভিযান চালিয়ে ৬২পিচ ইয়াবাসহ লোকমান খলিফা (২৬) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে নগরীর পশ্চিম বগুড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। লোকমান আগৈলঝাড়া উপজেলার গৈলার (বড়বাড়ী) গ্রামের বাসিন্দা নূর খলিফার পুত্র।