ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পূর্ব ইউরোপে সৈন্য বাড়াচ্ছে আমেরিকা

প্রকাশিত: ১৮:১৭, ৩১ মার্চ ২০১৬

পূর্ব ইউরোপে সৈন্য বাড়াচ্ছে আমেরিকা

অনলাইন ডেস্ক ॥ পূর্ব ইউরোপের দেশগুলোয় সেনা উপস্থিতি আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। 'আগ্রাসী রাশিয়া'কে ঠেকাতেই এই ব্যবস্থা, বলছে আমেরিকান সেনাবাহিনী। নতুন এই ব্যবস্থায় আরো একটি সাঁজোয়া ব্রিগেড মোতায়েন করা হবে। ফলে সেখানে তিনটি নিয়মিত ব্রিগেড থাকবে। বিবিসির সংবাদদাতা বলছেন, ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব শুরু হওয়ার পর নেটোয় এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সেনা উপস্থিতি। বর্তমানে ইউরোপে আমেরিকার ৬২ হাজার সামরিক কর্মী রয়েছে। ইউরোপে মার্কিন জ্যেষ্ঠ কমান্ডার জেনারেল ফিলিপ ব্রেডলভ বলছেন, ''আগ্রাসী রাশিয়ার ভূমিকায় আমাদের নেটো সহযোগী এবং বন্ধু দেশগুলোর জন্য আরো নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা এই পদক্ষেপ নিচ্ছি।'' এসব দেশে আরো বেশি আমেরিকান শক্তিশালী সামরিক উপস্থিতি দেখা যাবে বলেও তিনি জানান। একেকটি ব্রিগেডে ৪২০০ সেনা রয়েছে। তাদের সঙ্গে থাকবে সামরিক যান, সাঁজোয়া যান এবং ভারী অস্ত্র। হঠাৎ উদ্ভূত যেকোনো পরিস্থিতি সামলাতে এই একটি ব্রিগেডই যথেষ্ট, বলছেন আমেরিকান কর্মকর্তারা। সামরিক মহড়ার জন্যেই সহায়ক হবে এই সেনা উপস্থিতি। ইউক্রেনের ক্রাইমিয়া অংশটি রাশিয়ার সাথে একীভূত করার পর, পূর্ব ইউরোপের দেশগুলোয় রাশিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেই এসব দেশে সামরিক উপস্থিতি জোরদার করছে নেটো। সূত্র : বিবিসি বাংলা
×