ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইফোনের লক খুলল এফবিআই

প্রকাশিত: ০৭:২৫, ৩০ মার্চ ২০১৬

আইফোনের লক খুলল এফবিআই

আইফোনের লক খোলার মামলা বেশ কিছুদিন ধরেই আদালতে ঝুলে ছিল। এফবিআইয়ের অনুরোধ সত্ত্বেও যখন এ্যাপেল সিইও আইফোনের লকের পাসওয়ার্ড জানাতে অপারগতা জানান তখন বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু বর্তমানে এফবিআই জানায়, তারা এ্যাপেলের সাহায্য ছাড়া আইফোনের লক খুলতে সক্ষম। এ নিয়ে আর আদালতের কোন মাথাব্যথা নেই। তৃতীয় পক্ষের মাধ্যমে যদি এফবিআই আইফোনের পাসওয়ার্ড খুলতে পারে তবে এ্যাপলও তাতে বিরক্ত হবে না। গত ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার হত্যাকা-ের মূল সন্দেহভাজন রেজওয়ান ফারুক ও তার স্ত্রীর ব্যবহৃত আইফোনের তথ্য জানার জন্যই এ্যাপেলের দ্বারস্থ হয় এফবিআই। পরে এ্যাপেল লক পাসওয়ার্ড জানাতে অপারগতা প্রকাশ করলে বিষয়টি আদালতে উপস্থাপিত হয়। সূত্র : বিবিসি
×