ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএনপি অফিসে ছাত্রদলের হামলা, নেতাকে মারধর

প্রকাশিত: ০৪:১৬, ১১ মার্চ ২০১৬

বিএনপি অফিসে ছাত্রদলের হামলা, নেতাকে মারধর

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১০ মার্চ ॥ মহেশপুর উপজেলা বিএনপি অফিসে বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের এক গ্রুপ হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমানকে (৪৫) বেধড়ক মারপিট করে মাথা ফাটিয়ে দিয়েছে। তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মহেশপুর উপজেলা বিএনপি অফিসে ছাত্রদলের আহ্বায়ক কমিটির মিটিং চলছিল। মিটিংয়ে অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান। মিটিং চলাকালীন ছাত্রদলের পদবঞ্চিত কিছু কর্মী ওই মিটিংয়ে হামলা চালিয়ে সাধারণ সম্পাদককে বেধড়ক মারপিট করে জখম করে। হাসপাতালে ভর্তি আহত মোমিন বলেন, ছাত্রদলের রুমেল, বুল্লা ও ওমর আলীর নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল লোকজন লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। তারা লোহার রড ও ইট দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। এছাড়া তারা উপজেলা বিএনপি অফিসের চেয়ার টেবিল ভাংচুর করে। প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন সুনামগঞ্জে দুই শিক্ষিকা লাঞ্ছিত নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১০ মার্চ ॥ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকা দিপালী রানী দাস ও মনি রানী তালুকদারকে শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্ছিত করার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে প্রধান সড়কের পাশে সহস্র্রাধিক শিক্ষক-শিক্ষিকা এ কর্মসূচীতে অংশ নেয়। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে। সংগঠনের জেলা সভাপতি মনির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ, সাধারণ সম্পাদক মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের প্রমুখ। উত্তরা ভার্সিটিতে নবীনবরণ উত্তরা ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের (এফডিটি) স্প্রিং ২০১৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ডক্টর ফয়েজ এম সিরাজুল হক। এফডিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফারুক এম মাসউদের সভাপতিত্বে বিশেষ অতিথি উত্তরা ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মমতাজ বেগম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মকবুল হোসেন ও পরিচালক (গণমাধ্যম) রহমান মুস্তাফিজ। -বিজ্ঞপ্তি
×