ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়া কো-অপারেশন ডায়ালগে ড্যাফোডিল ইউনিভার্সিটি

প্রকাশিত: ০৪:১১, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

এশিয়া কো-অপারেশন  ডায়ালগে ড্যাফোডিল  ইউনিভার্সিটি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান ২৪-২৫ ফেব্রুয়ারি থাইল্যান্ডের সিয়াম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘এশিয়া কো-অপারেশন ডায়ালগ’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এশিয়ার ৭১ টি দেশের প্রতিনিধিত্বকারী সরকার অনুমোদিত সংগঠন ‘এশিয়া কো-অপারেশন ডায়ালগ’র পক্ষ থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও ১০টি দেশের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আমন্ত্রণ জানান হয়। উল্লেখ্য, জাতিসংঘের গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি অনুষঙ্গের অন্যতম ‘শিক্ষা’। এ বিষয়ে জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সৃজনশীল প্রতিক্রিয়া সৃষ্টি ও প্রতিধ্বনিত করতে প্রথমবারের মত ‘এশিয়া কো-অপারেশন ডায়ালগ’ গঠনের সুপারিশ করে যেখানে একাত্মতা প্রকাশ করতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রধান উপদেষ্টা মিঃ চুং রাই নৌ উপস্থিত ছিলেন। এর উদ্দেশ্য হচ্ছে এশিয়ার দেশসমূহের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার হাত সম্প্রসারিত করা। Ñবিজ্ঞপ্তি
×