ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রকাশ্যে পর্নোগ্রাফি দেখা

বাক স্বাধীনতার যুক্তি অগ্রহণযোগ্য ॥ ভারতের সুপ্রীমকোর্ট

প্রকাশিত: ০৩:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

 বাক স্বাধীনতার যুক্তি অগ্রহণযোগ্য ॥ ভারতের  সুপ্রীমকোর্ট

বাক স্বাধীনতার নামে প্রকাশ্যে পর্নোগ্রাফি দেখা গ্রহণযোগ্য হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারতের সুপ্রমীকোর্ট। এই ধরনের কাজ কেউ করলে তাকে আইনের আওতায় আনতেও ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশ এসেছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়। শুক্রবার আদালত শিশু পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয়ার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী বাক স্বাধীনতার কথা বলে সব ওয়েবসাইট বন্ধের জটিলতার বিষয়টি তুলে ধরলে ওই বক্তব্য আসে। বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি শিব কীর্তি সিংয়ের বেঞ্চ এক আদেশে শিশু পর্নোগ্রাফির সব ওয়েবসাইট বন্ধ করতে সরকারকে নির্দেশ দেয়। আদালতের ভাষায় এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে ‘বিকৃত উপায়ে অর্থ বানানো’ হচ্ছে। যেহেতু ভারতের আইন সমর্থন করে না, তাই এসব বন্ধ করতে হবে বলে আদালত জানায়। এই নির্দেশ পালনে কারিগরি কিংবা প্রযুক্তিগত কোন সমস্যার অজুহাত চলবে না বলেও আদালত জানিয়ে দেয়। শুনানিতে এ্যাডিশনাল সলিসিটর জেনারেল পিংকি আনন্দ শিশু পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি বলেন, একান্তে দেখার জন্য প্রাপ্তবয়স্কদের কিছু ওয়েবসাইট থাকায় সবগুলো বন্ধ করা যাচ্ছে না। -ওয়েবসাইট
×