ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের সঙ্গে টেকসই আলোচনা চায় পাকিস্তান

প্রকাশিত: ০৩:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের সঙ্গে টেকসই  আলোচনা চায়  পাকিস্তান

পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্ব সব অনিষ্পন্ন সমস্যা সমাধান করতে ভারতের সঙ্গে ব্যাপকভিত্তিতে অর্থবহ ও টেকসই আলোচনা চাইছে। এই ইস্যুগুলো ১৯৪৭ সালে পর থেকে দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ককে তিক্ত করে রেখেছে। পাকিস্তানের উচ্চক্ষমতাধর ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বুধবারের বৈঠকে এই বিষয়টি উঠে এসেছে। এই সংস্থাটি পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ করে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সভাপতিত্বে এই বৈঠকে প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরাসহ সব মন্ত্রী এবং তিন বাহিনীর প্রধান ও সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। পাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ এশিয়ায় ‘ কৌশলগত সংযমী শাসক’ প্রতিষ্ঠায় পাকিস্তানের অভিলাষকে গুরুত্ব দেয় এনসিএ। সব অনিষ্পন্ন সমস্যা সমাধান করতে ভারতের সঙ্গে ব্যাপকভিত্তিতে অর্থবহ ও টেকসই আলোচনা অনিবার্য বলেও গুরুত্বারোপ করেছে সংস্থাটি। বিবৃতিতে আরও বলা হয়, এই বিতর্কিত ইস্যুগুলো সমাধান হলে এই অঞ্চল শান্তি ও সমৃদ্ধির যুগে প্রবেশ করবে। এই বিবৃতি এসন এক সময়ে এলো যখন পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা নিয়ে টালবাহানা করছে। এই আলোচনা জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পাঠানকোটে ভারতীয় বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর তা স্থগিত হয়ে যায়। এই হামলার জন্য নয়াদিল্লী পাকিস্তানভিত্তিক জঙ্গী সংগঠন জৈয়শ-ই-মোহাম্মদকে দায়ী করে। ভারতের সঙ্গে অর্থপূর্ণ আলোচনার ইচ্ছার পাশাপাশি এই অঞ্চলে প্রচলিত ও কৌশলগত অস্ত্রের ক্রমবর্ধমান উন্নয়নের দিকেও গুরুত্ব দেয় এনসিএ। এক্ষেত্রে ভারতের দৃষ্টান্ত টেনে এনসিএ গভীর উদ্বেগ প্রকাশ করে যে, অস্ত্রের এসব উন্নয়নে শান্তি ও নিরাপত্তায় ব্যাপক হুমকি সৃষ্টি হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ প্রতিবেশী সব দেশ, বিশেষ করে ভারতের সঙ্গে সুসম্পর্ক গঠনের কথা ফের উল্লেখ করেছেন। পাকিস্তানে নবনিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত গৌতম বাম্বাওয়ালের সঙ্গে ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাতের সময় নওয়াজ বলেন, দুটো দেশের আর্থ-উন্নয়নের জন্য সুসম্পর্ক বজায় রাখাা খুবই জরুরী। এ সময় তারা দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এদিকে পাঠানকোট হামলার পর ভারত-পাকিস্তানের আলোচনা প্রক্রিয়া একেবারে ব্যাহত হয়নি, সেই তথ্য সামনে এলো।
×