ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দফা ইউপি নির্বাচন

৬৩৩ চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৮:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

৬৩৩ চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ টানা তিন দিন বৈঠক করে ৬৭২টির মধ্যে ৬৩৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার/ ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের দ্বিতীয় দিনের মতো দীর্ঘ বৈঠকে ১৬৯ জনের দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হয়। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় পুনরায় বৈঠকে বসে বাকি ৩৩ জনের প্রার্থিতা চূড়ান্ত শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সব ইউনিয়ন পরিষদের একক প্রার্থিতা ঘোষণা করবে দলটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাত আটটায় বৈঠক শুরু হয়ে সাড়ে এগারোটা পর্যন্ত চলে। বৈঠকে তৃণমূল থেকে আসা প্রার্থী তালিকার সঙ্গে দলীয়ভাবে পরিচালিত তিন স্তরের গোপন জরিপ পর্যালোচনা করে সব ইউনিয়ন পরিষদে দলের একক প্রার্থিতা চূড়ান্ত করা হচ্ছে। দ্বিতীয় দিনের বৈঠকে আরও ১৬৯ জনের প্রার্থিতা চূড়ান্ত করা হয়। গত দু’দিনের বৈঠকে ৬৭২ ইউনিয়ন পরিষদের মধ্যে ৬৩৩ ইউপিতে দলের একক প্রার্থিতা চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, আজ সন্ধ্যা সাতটায় পুনরায় বৈঠকে বসে বাকি ৩৩ ইউপির দলীয় প্রার্থিতা চূড়ান্ত শেষে আনুষ্ঠানিকভাবে ৬৭২ ইউনিয়ন পরিষদে দলের একক প্রার্থিতা ঘোষণা করা হবে।
×