ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র প্রবাসীকে অপহরণের অভিযোগ

প্রকাশিত: ০৮:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্র প্রবাসীকে অপহরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে বাংলাদেশী বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে মহাখালী এলাকা থেকে মফিজুল ইসলাম (৫৫) নামে ওই মার্কিন নাগরিককে প্রশাসনের লোক পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার মফিজুলের মামা আবুল হোসেন কাফরুল থানায় অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, নিজে গাড়িতে যাওয়ার সময় মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি সাদা রঙের মাইক্রোবাস ব্যারিকেড দিয়ে মফিজুলকে জোরপূর্বক তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় গাড়িতে চালক ছিলেন ইমরান। চালক থানায় গিয়ে বিষয়টি জানান। মফিজুল যুক্তরাষ্ট্রে ব্যবসা করেন। গত ২২ জানুয়ারি তিনি দেশে ফেরেন। বসবাস করছিলেন বারিধারার পার্ক রোডের ১০৩ নম্বর বাসায়। কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম জনকণ্ঠকে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। বিএনপির পাঁচ নেতাকর্মী গ্রেফতার ॥ সম্প্রতি আসল বিএনপি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হিসেবে পাঁচ যুবদলকর্মীকে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। এ ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির পল্টনের কেন্দ্র্রীয় কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। ১১শ’ কেজি জাটকা ইলিশ জব্দ, ৭ জনকে জেল-জরিমানা ॥ বৃহস্পতিবার সকালে রাজধানীর কাওরানবাজারে মাছের আড়তে অভিযান চালিয়ে ১১শ’ কেজি জাটকা ইলিশ মাছ জব্দসহ ৬ জনকে এক বছর করে কারাদন্ড এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন অভিযানটি পরিচালনা করেন। জব্দকৃত মাছ এতিমখানা এবং দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। প্রসঙ্গত, গত বছরের ১ নবেম্বর থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত জাটকা ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ করা আইনত দ-নীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে সরকার।
×