ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ভারতের ২৫৮, নেপালের হ্যাটট্রিক চমক

প্রকাশিত: ২০:১৩, ৩০ জানুয়ারি ২০১৬

 ভারতের ২৫৮, নেপালের হ্যাটট্রিক চমক

অনলাইন ডেস্ক ॥ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়ে চমক দিয়েছে নেপাল। নেপালের যুবারা সেই চমক ধরে রেখেছে। এবার দ্বিতীয় ম্যাচে তাদের লেগ স্পিনার সন্দিপ লামিচানে করলেন হ্যাটট্রিক। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক এটি। ৫ উইকেট নিয়েছেন সন্দিপ। আর তার দল ১৩১‌ রানে অল আউট করেছে আয়ারল্যান্ডকে। এটি গ্রুপ 'ডি'র ম্যাচ। এই গ্রপেই লড়ছে নিউজিল্যান্ড ও ভারত। সুপারলিগে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডকে জিততেই হবে। তাদের বিপক্ষে ৮ উইকেটে ২৫৮ রান করেছে ভারত। এদিন চলছে গ্রুপ 'বি'র আরো দুই ম্যাচ। কানাডাকে ১৭৮ রানে অল আউট করেছে পাকিস্তান। শ্রীলঙ্কাকে ১৮৪ রানে অল আউট করে ভালো কিছুর সম্ভাবনা জাগিয়েছে আফগানিস্তান। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ৩১তম ওভারে ৪ উইকেটে ৮০ রান ছিল তাদের। এরপর ওভারের শেষ তিন বলে নেপালের লেগি সন্দিপ হ্যাটট্রিক করে ফেলেন। তিনি একে একে তুলে নেন গ্যারি ম্যাকক্লিনটক (২), অ্যাডাম ডেনিনসন (২১) ও ফিয়াচরা টাকারকে (০)। এরপর আরো দুই উইকেট নিয়ে আইরিশদের অল্প রানে বেধে ফেলতে সহায়তা করেন সন্দিপ। ১০ ওভারে ২৭ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের শুরুটা ছিল ভালো। ১৯ রানে ২ উইকেট তুলে নেয় তারা। এরপর রিসাব প্যান্ট (৫৭) ও সরফরাজ খান (৭৪) প্রতিরোধ গড়েন। পরের দিকে আরমান জাফর ৪৬ ও মহিপাল লমরোর ৪৫ রান করেন। তাতে ভালো একটি সংগ্রহ পায় ভারত। সিলেট জেলা স্টেডিয়ামে হাসান খান ৩ উইকেট নিয়েছেন। শাদাব খান পেয়েছেন ২ উইকেট। আর তাতে পাকিস্তান ৪৮.৩ ওভারে অল আউট করেছে কানাডাকে। ভাবিন্দু আধিহেতি সর্বোচ্চ ৫১ রান করেন। আর আব্রাশ খানের ব্যাট থেকে আসে ৪৪ রান। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বোলাররা নিয়মিত হামলা চালিয়েছে শ্রীলঙ্কার ইনিংসে। শামসুর রহমান ৩ এবং করিম জানাত ও জহির খান ২টি করে উইকেট নেন। তাতে ৪৮.১ ওভারে অল আউট হয় লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৭১ রান করেছেন চারিথ আসালাঙ্কা। ৩০ রান এসেছে আভিস্কা ফার্নান্দোর ব্যাট থেকে।
×