ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্যারোলে মুক্তি পেয়ে শপথ

প্রকাশিত: ০৩:৪৭, ২৮ জানুয়ারি ২০১৬

প্যারোলে মুক্তি পেয়ে শপথ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় কারান্তরীণ, বিএনপি নেতা হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র জি কে গউছ প্যারোলে মুক্তি পেয়ে পৌর মেয়র হিসেবে শপথ নিয়েছেন। এর আগে শপথ গ্রহণ করতে কারাবন্দী মেয়র জি কে গউছকে সিলেটের ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম প্যারোলে মুক্তি দেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ের জন্য তাকে মুক্তি দেয়া হয়। তাড়াশ হাসপাতালের এ্যাম্বুলেন্স ১০ দিন বিকল স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশ উপজেলা এ্যাম্বুলেন্স ১০দিন যাবৎ বিকল হয়ে পড়ে আছে। রোগী পরিবহন সঙ্কটের কারণে স্থানীয় রেন্ট-এ-কার ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। জানা গেছে, তাড়াশ উপজেলা সদর হাসপাতালের এ্যাম্বুলেন্সটির বয়স ৩২ বছর। পুরনো এই এ্যাম্বুলেন্সটি রোগী পরিবহন করতে গিয়ে মাঝে মাঝেই বিকল হয়ে পড়ছে। এ্যাম্বুলেন্সের চালক ফারুকুজ্জামান রানা জানান, বয়সের কারণে বছরের বেশির ভাগ সময়ই এ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে থাকে। বিশেষ করে রোগী পরিবহনের সময় মাঝপথে এ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ায় তা মেরামত করতে গ্যারেজে রাখায় গত ১০দিন যাবৎ এ্যাম্বুলেন্স শূন্য হয়ে পড়েছে হাসপাতালটি। এ প্রসঙ্গে তাড়াশ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শিমুল তালুকদার জানান, হাসপাতালের এ্যাম্বুলেন্সটি পুরনো হওয়ায় তা আর চলছে না। এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. প্রীতম্বর রায় তা জানেন না। সোনাইমুড়ীতে মুখোশধারীদের হামলায় শিশুসহ গুলিবিদ্ধ ৩ নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৭ জানুয়ারি ॥ সোনাইমুড়ী উপজেলায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে গুলিবিদ্ধ শিশু ও যুবলীগ কর্মীসহ তিনজন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন পদিপাড়া গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে গুলিবিদ্ধ মোঃ হাছান (১০), একই গ্রামের আবদুর রহিমের ছেলে যুবলীগ কর্মী বেলাল হোসেন (২২) ও যুবলীগ কর্মী মোঃ সুমন (২৪)। আহতদের মধ্যে শিশু হাসানকে রাতেই নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অপর দুইজনকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে যুবলীগ সমর্থক বেলাল ও সুমনসহ কয়েকজন পদিপাড়া বাজারের মসজিদের গেটের কাছে দাঁড়িয়ে কথা বলছিলেন।
×