ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

গাইবান্ধায় হিমেল হাওয়ায় তীব্র শীতের প্রকোপ

প্রকাশিত: ২৩:৫৯, ২৫ জানুয়ারি ২০১৬

গাইবান্ধায় হিমেল হাওয়ায় তীব্র শীতের প্রকোপ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধায় গত কয়েকদিন ধরে প্রচন্ড শৈত্য প্রবাহের কারণে তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার সারারাত ঘন কুয়াশা ও বৃষ্টির মত শিশির পড়েছে। এছাড়া দুপুর ১টা পর্যন্ত হিমেল হাওয়া ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে সর্বত্র। ট্রেন বাসসহ সকল প্রকার যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হয়। রোববার সারারাত এবং সোমবার দুপুর ২টা পর্যন্ত ব্রহ্মপুত্র ও যমুনা নদী পথে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার ২০টি ইউনিয়নের চরাঞ্চলের গ্রামগুলোর সাথে জেলা ও উপজেলা সদরের নৌ চলাচল বন্ধ থাকায় চরাঞ্চলের মানুষদের চরম বিপাকে পড়তে হয়। জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে শীত জনিত সর্দি কাশি, হাপানি, পীটের পীড়া, কোল্ড ডায়রিয়া রোগীদের ভীড় পরিলক্ষিত হয়। রোগীদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। তীব্র ঠান্ডা ও কুয়াশায় ইরি-বোরো চারাসহ সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে কৃষি বিভাগ সুত্রে জানা গেছে। এদিকে ঠান্ডার কারণে কৃষকরা জমি চাষ বা ধানের চারা রোপন করতে না পেরে চরম বিপাকে পড়েছে। কিন্তু শীতের কারণে গরম কাপড়ের দোকানগুলোতে শীতবস্ত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়িরা গরম কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছে। ফলে শীতবস্ত্রের অভাবে দরিদ্র মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
×