ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডিএসসিসি কর্মীদের আল্টিমেটাম

প্রকাশিত: ০৬:৩০, ১৯ জানুয়ারি ২০১৬

ডিএসসিসি কর্মীদের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্ন পরিদর্শক বিকাশ চন্দ্র দাসসহ অন্য কর্মচারীদের ওপর হামলাকারীদের বিচারে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ আল্টিমেটাম দেয়া হয়। মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক আক্তার হোসেন দেওয়ান বলেন, পুলিশ বিকাশ চন্দ্র দাসের আগে প্রকৌশলী আব্দুল মাজেদসহ বিদ্যুত বিভাগের কর্মচারীদের ওপর বারবার হামলা করেছে। বিচার নিয়ে টালবাহানা করেছে সরকার। হামলাকারী পুলিশ কর্মকর্তাদের আগামী তিন দিনের মধ্যে চাকরি থেকে বহিষ্কার, গ্রেফতার ও শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় ডিএসসিসি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে লাগাতার কর্মবিরতি, ময়লা অপসারণ বন্ধ, রাস্তার বাতি প্রজ্বলন বন্ধ ও থানা ঘেরাও করার হুঁশিয়ারি দেন তিনি। মানববন্ধনে ডিএসসিসি শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, সদস্য সচিব আবদুল লতিফ প্রমুখ বক্তব্য রাখেন।
×