ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলে গেলেন ব্রিটিশ রকস্টার ডেভিড বোয়ে

প্রকাশিত: ০৫:৩২, ১২ জানুয়ারি ২০১৬

চলে গেলেন ব্রিটিশ রকস্টার ডেভিড বোয়ে

সংস্কৃতি ডেস্ক ॥ জন্মদিনের মাত্র দুদিন পরেই মৃত্যুবরণ করলেন ব্রিটিশ রকস্টার ডেভিড বোয়ে। দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন এই শিল্পী। রবিবার নিজ বাড়িতেই মৃত্যু হয় কিংবদন্তিতুল্য এ সঙ্গীতশিল্পীর। হলিউড রিপোর্টারের মতে, মৃত্যুকালে এই শিল্পীর বয়স হয়েছিল ৬৯ বছর। জানা গেছে, প্রায় আঠারো মাস ধরে ক্যান্সারে ভোগছিলেন ডেভিড বোয়ে। গত ৮ জানুয়ারি ছিল তুমুল জনপ্রিয় এই শিল্পীর জন্মদিন। কিন্তু জন্মদিনের মাত্র দু’দিন পরেই মারা গেলেন তিনি। উল্লেখ্য, ১৯৪৭ সালের ৮ জানুয়ারি ব্রিক্সটনে জন্ম নেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ডেভিড বোয়ে। রক মিউজিকের প্রতি ছিল অদম্য বাসনা। ১৯৬৯-এ ডেভিডের গাওয়া ‘স্পেস অডিটি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। চল্লিশ বছরের ক্যারিয়ার জীবনে তার এ্যালবামের সংখ্যা ২৫টি। এর মধ্যে ১৯৭২ সালে গাওয়া দ্য রাইজ এ্যান্ড ফল অব জিগি স্টারডাস্ট এবং স্পাইডার ফ্রম মার্স ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এছাড়াও তার বিখ্যাত এ্যালবামগুলোর মধ্যে পিন আপস, দি ম্যান হু সোল্ড দি ওয়ার্ল্ড, লেটস্ ডান্স, টু নাইট, নেভার লেট মি ডাউন উল্লেখযোগ্য।
×