ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন বছরকে স্বাগত জানাল বিশ্ব

প্রকাশিত: ০৩:৩৬, ২ জানুয়ারি ২০১৬

নতুন বছরকে  স্বাগত  জানাল বিশ্ব

নানা অনুষ্ঠান আর আতশবাজির মধ্য দিয়ে রাতের আকাশ আলোকিত করে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ব। ২০১৬ সালকে প্রথমেই বরণ করে নিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে অকল্যান্ডের স্কাই টাওয়ারে লেজার প্রদর্শনী আর আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ করেছে প্রায় ২৫ হাজার মানুষ। খবর বিবিসি ও এএফপির। অস্ট্রেলিয়ার সিডনিতেও আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়েছে রাতের আকাশ। সেখানের উৎসবে ১০ লাখ লোকের সমাগম হয়। এশিয়াতেও নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশ। হংকং, সিঙ্গাপুর এবং বেজিংয়ের মতো বড় বড় শহর নিজ নিজ উৎসবে মেতে উঠেছে। জাপানে অসংখ্য মানুষ বেলুন উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানায়। দক্ষিণ কোরিয়ায় আতশবাজির মধ্য দিয়ে এবং প্রথামাফিক ঘণ্টাধ্বনি বাজিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে। মিসরে কায়রোর কাছে পিরামিডগুলোর সামনে বর্ষবরণের উৎসব আয়োজন করা হয়। দুবাইয়ে বিশ্বের সুউচ্চ মিনার বুর্জ খলিফায় করা হয় আলোকজসজ্জা। আয়োজন করা হয় আতশবাজিরও। ইউরোপে নতুন বছর উদযাপন করতে বার্লিনে প্রায় ১০ লাখ মানুষ সমবেত হয়। এছাড়া, স্পেনের মাদ্রিদেও ২৫ হাজার মানুষ বর্ষবরণ উদ্যোগে শামিল হয়েছে। লন্ডনে আতশবাজি দেখতে জড়ো হয়েছে ১ লাখের বেশি মানুষ। ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যেও থেমে থাকেনি বর্ষবরণের উৎসব। সিয়েরালিওন ইবোলামুক্ত ঘোষিত হওয়ার পর এই প্রথম আবার নতুন বছরকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে। ২০১৬ সালকে বরণ করতে নিউইয়র্কের টাইম স্কয়ারে জড়ো হয়েছে অসংখ্য মানুষ।
×