ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বড় দিনে খৃষ্টানদের সাথে নানা ধর্মের মানুষের উৎসব

প্রকাশিত: ২২:৪২, ২৬ ডিসেম্বর ২০১৫

হবিগঞ্জে বড় দিনে খৃষ্টানদের সাথে নানা ধর্মের মানুষের উৎসব

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে শুক্রবার হবিগঞ্জে পালন করা হলো খৃষ্টান ধর্মাবলম্বনকারীদের সর্ববৃহৎ উৎসব শুভ বড় দিন। এ উপলক্ষে হবিগঞ্জ শহরের পি, টি, টি আই সড়কস্থ খৃষ্টান মিশনের হল রুমে আয়োজন করা হয় এক প্রানবন্ত আলোচনা সভা ও জাকজমকপূর্ণ সঙ্গীতানুষ্ঠান। সংশ্লিস্ট মিশনের কর্তা জন সারকারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগ দলীয় এমপি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের মুখ্য প্রধান কর্মকর্তা দিলীপ বণিক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। এ সময় যিশু খৃষ্টের জন্ম দিন স্মরনে এক বিশাল আকৃতির কেক কাটেন এমপি জাহির। অনুষ্ঠানে আমন্ত্রিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক সহ মুসলিম-হিন্দু ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের নানা পেশার শত শত অতিথি অংশ নেন। তার আগে ত্রিপুরা, সাওতাল, মার্মা সহ নানা উপজাতিদো সমন্বয়ে একটি মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। এদিকে এই শুভ বড় দিন নির্বিঘেœ পালনের জন্য সদর থানার ওসি নাজিম উদ্দিনের নের্তৃত্বে স্থানীয় পুলিশ কঠোর নিরাপত্তা বলয় তৈরী করলে সংশ্লিস্ট সম্প্রদায়ের পক্ষে জন সরকার বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
×