ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হেলমান্দের সঙ্গীন শহর তালেবান জঙ্গীদের দখলে

প্রকাশিত: ০৮:৩২, ২৪ ডিসেম্বর ২০১৫

হেলমান্দের সঙ্গীন শহর তালেবান জঙ্গীদের দখলে

জনকণ্ঠ ডেস্ক ॥ টানা কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর আফগান বাহিনী হেলমান্দ প্রদেশের মধ্যবর্তী শহর সঙ্গীনের নিয়ন্ত্রণ তালেবানের কাছে হারিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তালেবান জঙ্গীরা এখন স্থানীয় সরকারী ভবন ও থানার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে তাদের যোদ্ধারা শুধু সঙ্গীন শহর নয় পুরো জেলা দখলে নিয়েছে। অবশ্য আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সঙ্গীনে এখনও লড়াই চলছে এবং নতুন করে সেনা পাঠানো হয়েছে। খবর বিবিসি অনলাইনের। প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, কিছু সরকারী সেনা এখনও জেলার কেন্দ্রস্থলে অবস্থান করছে। কিন্তু তারা সরকারী বাহিনীর সরবরাহ লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
×