ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তাদের ‘স্বর্গ থেকে নরক’

প্রকাশিত: ০৬:১৪, ২৪ ডিসেম্বর ২০১৫

তাদের ‘স্বর্গ থেকে নরক’

গত ১৫ ডিসেম্বর রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ড. অরূপ রতন চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক’ চলচ্চিত্রের এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে ড. অরূপ রতন চৌধুরীর মাদকবিরোধী চলচ্চিত্র নির্মাণ নিয়ে বলেন, ‘অরূপ রতন চৌধুরী একটি আন্দোলনের নাম, একটি প্রতিবাদের নাম। তারই নির্মিত প্রথম চলচ্চিত্র স্বর্গ থেকে নরকের মুক্তির পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে সত্যিই ভীষণ ভাল লাগছে। কারণ এর আগে অরূপ রতনের যতগুলো অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে গিয়েছিলাম সেখানে আমার উপস্থিতিটা ছিল বরাবরের মতো। কিন্তু আজ সমাজের মানুষের সচেতনতার লক্ষ্যে নির্মিত চলচ্চিত্রের প্রচারে এসেছি আমি। আমি সবাইকে বলবো এই চলচ্চিত্রটি দেখার জন্য।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে ‘স্বর্গ থেকে নরক’ চলচ্চিত্রের প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলেন, তথ্য সচিব মরতুজা আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মানসের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার। ‘স্বর্গ থেকে নরক’ চলচ্চিত্রের নির্মাতা ড. অরূপ রতন চৌধুরী চলচ্চিত্রটি হলে গিয়ে দেখার বিনীত আহ্বান জানান। অরূপ রতন চৌধুরী পেশায় একজন ডাক্তার। পাশাপাশি একজন মিডিয়া ব্যক্তিত্বও তিনি। মানব সেবার পাশাপাশি তিনি নিয়মিত গানও করেন। তবে কিছুদিন আগে তিনি তার পূর্বের দুটি তথ্যচিত্র নির্মাণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্মাণ করেছেন মাদকবিরোধী চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক’। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য তৈরি করেছেন ড. অরূপ রতন চৌধুরী নিজেই। ‘স্বর্গ থেকে নরক’ চলচ্চিত্রটি নিয়ে ড. অরূপ রতন চৌধুরী বলেন, ‘সমাজের সকল শ্রেণীর মানুষকে চলচ্চিত্রটি দেখার প্রতি আমি বিশেষভাবে আহ্বান করছি। কারণ কীভাবে মাদক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে এবং কিভাবে তার প্রতিকার করা যায় তার উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে আমার প্রথম চলচ্চিত্রে। চলচ্চিত্রটি দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি দেবার পর শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় শিক্ষা কর্মসূচীর আওতায় নিয়ে এসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রদর্শনেরও ব্যবস্থা করা হবে তরুণ সমাজকে সচেতন করার লক্ষ্যে। আশা করি সবাই আমার পাশে থেকে আমার চলচ্চিত্রটি সবার মাঝে পৌঁছে দিতে সহযোগিতা করবেন।’ ড. অরূপ রতনের ভাষায় পৃথিবীটাই স্বর্গ। এই স্বর্গ থেকে আমরা মাদকের জন্য নরকে চলে যাচ্ছি। কিভাবে যাচ্ছি তাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিশ বছর আগে ড. অরূপ রতন তথ্যচিত্র ‘নেশা সর্বনাশা’ নির্মাণ করেন। এই তথ্যচিত্রের ‘প্রতিটি ঘরের ছাইদানি আজ থেকে হোক ফুলদানি’ সংলাপটি বেশ জনপ্রিয়তা পায়। আবার ডায়াবেটিকস বিষয়ে সচেতনতা নিয়ে ‘শৃঙ্খলাই জীবন’ নামেরও একটি তথ্যচিত্র নির্মাণ করেন। এই অভিজ্ঞতার আলোকেই ড. অরূপ রতন নির্মাণ করেছেন ‘স্বর্গ থেকে নরক’। এর সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন মাহফুজুর রহমান এবং সঙ্গীত পরিচালনায় আছেন ইমন সাহা। চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘আমার জীবনের অন্যতম একটি চলচ্চিত্র এটি। আমি আশা করব দর্শক যেন হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেন।’ সংবাদ সম্মেলনের শেষপ্রান্তে এসে চলচ্চিত্রটির নায়ক ফেরদৌস এসে উপস্থিত হন। ফেরদৌস বলেন, ‘আমি সবসময়ই গর্ববোধ করি সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্রগুলোতে কাজ করতে। অরূপ দা’র চলচ্চিত্রে কাজ করতে পেরে নতুন করে নিজের মাঝে ভাল লাগা জন্ম নিয়েছে। দর্শককে অনুরোধ করছি চলচ্চিত্রটি হলে গিয়ে দেখার জন্য।’
×