ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

লরির ধাক্কায় আটোরিকশা চালক নিহত

প্রকাশিত: ২১:১৭, ২১ ডিসেম্বর ২০১৫

লরির ধাক্কায় আটোরিকশা চালক নিহত

অনলাইন রিপোর্টার ॥ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক আটোরিকশা চালক নিহত হয়েছেন, আহত হন একজন। নিহত লরি চালক মোঃ জুয়েল (৩১) মুন্সিগঞ্জের শ্রীপুর থানার উত্তর কামারগাঁর আরব আলীর ছেলে। সোমবার সকালে ঢাকা-মাওয়া মসহসড়কে এ দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জ থানার এসআই আমিনুল রহমান মিয়া জানান, স্থানীয়রা আহত একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠিয়েছে। তার পরিচয় জানা যায়নি। লরি চালককে আটক করা হয়েছেবলে জানান তিনি। সকালে মাওয়া থেকে ঢাকার পোস্তগোলার দিকে যাচ্ছিল আটোরিকশাটি। পথে বিপরীতমুখী একটি তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়।
×