ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছয় পণ্য পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক

প্রকাশিত: ০৮:১৯, ১৮ ডিসেম্বর ২০১৫

ছয় পণ্য পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক

বিডিনিউজ ॥ এখন থেকে যে কোন পরিমাণ ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। এ ছয়টি পণ্যের ক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহারে জোরালো এই নির্দেশনা দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বৃহস্পতিবার আদেশ জারি করেছে। এর আগে ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি ২০ কেজি বা তার বেশি পরিমাণ ধান, চাল, গম ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহার করার নির্দেশনা দেয় সরকার। ওই নির্দেশনা বাস্তবায়নে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী, সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সরকার।
×