ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডোমারে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী

প্রকাশিত: ০৬:১৮, ১৭ ডিসেম্বর ২০১৫

ডোমারে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ বিজয় দিবস উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী হচ্ছে আজ। মঙ্গলবার সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, সহকারী কমান্ডার ইলিয়াছ হোসেন, বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য কবিতা রানী রায় প্রমুখ। নতুন প্রজন্মসহ বিভিন্ন স্তরের স্বাধীনতাকামী উল্লেখযোগ্যসংখ্যক দর্শক মুক্তিযুদ্ধ বিষয়ে জানা এবং আলোক চিত্র প্রদর্শনী উপভোগ করে। বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজক জানান, নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতি তুলে ধরতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
×