ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুল্ক বাড়ানোর গুজবে চিনির দাম বেড়েছে

প্রকাশিত: ০৫:২৪, ১৪ ডিসেম্বর ২০১৫

শুল্ক বাড়ানোর গুজবে চিনির দাম বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমদানি শুল্ক বাড়ানোর গুজবে পাইকারি ও খুচরা বাজারে চিনির দাম বেড়ে গেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে এই পণ্যটির দাম বেড়েছে ৪-৫ টাকা পর্যন্ত। গত সপ্তাহে রাজধানীর দোকানগুলোতে ৩৯-৪০ টাকা কেজি দরে খোলা চিনি বিক্রি হলেও বর্তমান তা ৪৪-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজার হিসেবে খ্যাত মৌলভীবাজারে চিনির সরবরাহও কম আছে বলে জানিয়েছেন কয়েকজন খুচরা ব্যবসায়ী। আর চিনি পরিশোধনকারীরা বলছেন, পাইকারি ব্যবসায়ীরা সরবরাহ কমিয়ে দেয়ায় দাম কিছুটা বেড়েছে। অপরদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মিল গেটে দাম বেড়ে গেলে তাদের কী করার আছে। আর খুচরা বিক্রেতাদের ভাষ্য, বেশি দামে কেনার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দেশের অন্যতম চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা জানান, সরকার চিনি আমদানিতে শুল্ক বাড়াবে এমন খবর প্রচারিত হওয়ার পর থেকে পাইকারি ব্যবসায়ীরা হাতে থাকা চিনি বিক্রি করছে না। যে কারণে দাম বেড়েছে। বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আনোয়ার হাবিব বলেন, সরকার চাচ্ছে চিনির দাম বাড়ুক। কারণ সরকারী চিনিকলগুলোতে প্রায় ৩ লাখ টন চিনি রয়েছে। এসব চিনি বিক্রির জন্য আমদানি পর্যায়ে শুল্ক বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। তবে সরকারি মিলগুলোর চিনির দাম বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। জানা গেছে, দেশে বছরে ১৩ থেকে ১৪ লাখ টন চিনির চাহিদা রয়েছে। এই চাহিদার ৯০ ভাগের বেশি মেটানো হয় আমদানি করা চিনির মাধ্যমে।
×