ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিবন্ধিত কার্যালয় পরিবর্তন করেছে ইস্টার্ন কেবলস

প্রকাশিত: ০৪:২০, ৮ নভেম্বর ২০১৫

নিবন্ধিত কার্যালয় পরিবর্তন করেছে ইস্টার্ন কেবলস

নিবন্ধিত কার্যালয় পরিবর্তন করেছে প্রকৌশল খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেড। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বর্তমানে তাদের নিবন্ধিত অফিস চট্টগ্রামের উত্তর পতেঙ্গায়। এদিকে ১০ নবেম্বর বিকেল সাড়ে ৪টায় লভ্যাংশ নির্ধারণী সভায় বসবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সেখানে ৩০ জুন সমাপ্ত ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ-সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ২০১৪ হিসাব বছরে এ কোম্পানির শেয়ারহোল্ডাররা আগের চার বছরের ধারাবাহিকতায় ১০ শতাংশ নগদ লভ্যাংশ পান। বছর শেষে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) দাঁড়ায় ৪ টাকা ৯৫ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৭ টাকা ৯১ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার ফার্মা এইডসের সভা আজ ফার্মা এইডস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। এই সভায় কোম্পানির ৩১ আগস্ট, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে ঘোষণা করা হতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ। একইসঙ্গে বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় ও স্থান নির্ধারণ করা হতে পারে। উল্লেখ্য, ২০১৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ৫ টাকা ৫৮ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৭৬ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×