ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে ৬০ জঙ্গি নিহত

প্রকাশিত: ০০:৫২, ২৮ অক্টোবর ২০১৫

সিরীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে ৬০ জঙ্গি নিহত

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সিরিয়ার সেনা বাহিনীর অভিযানে অন্ততপক্ষে সশস্ত্র ৬০ জঙ্গি-বিদ্রোহী নিহত হয়েছেন। ইদলিবের দক্ষিণাঞ্চলীয় জাবাল আল-জইয়েহ অঞ্চলে সিরীয় বাহিনী ‘নিখুঁত’ এক অভিযান চালায়। এতে জইশ আল-ফাতেহ গোষ্ঠীর ৬০ সদস্য নিহত হওয়ার পাশাপাশি ১২টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়। রাশিয়ার বিমান হামলার সহায়তায় সিরীয় বাহিনী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে জঙ্গি-বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চানিয়ে জয় অর্জন করেছে। হামা প্রদেশের কেন্দ্রীয় অঞ্চলেই বেশির ভাগ লড়াই হয়েছে। অঞ্চলটি ইদলিবের সীমানা সংলগ্ন। চলতি বছরের শুরুর দিকে ওই অঞ্চলের বেশির ভাগই জইশ আল-ফাতেহ গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। এই গোষ্ঠীটির সঙ্গে আল-কায়েদার সিরীয় শাখা নুসরা ফ্রন্টসহ বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর সংম্পৃক্ততা রয়েছে।
×