ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিমলায় পাঁচ দিন ব্যাপি শিশু বিয়ে রোধকল্পে প্রশিক্ষন শুরু

প্রকাশিত: ২০:৪২, ২৬ অক্টোবর ২০১৫

ডিমলায় পাঁচ দিন ব্যাপি শিশু বিয়ে রোধকল্পে  প্রশিক্ষন শুরু

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ শিশু বিয়ে রোধ কল্পে কিশোর কিশোরীদের পিয়ার লিডারদের জীবন দক্ষতা প্রশিক্ষন শুরু হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলা। আজ সোমবার টেপাখড়িবাড়ী ইউনিয়নের যুব উন্নয়ন প্রকল্পের ফেডারেশন হলরুমে ৫দিন ব্যাপী এই প্রশিক্ষন শুরু হয়। এতে অংশ নিচ্ছে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের ১৬ জন ও ঝুনাগাছ ইউনিয়নের ১০ কিশোর কিশোরী। ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ ওডি.এফ.এ.ডি কানাডার সহযোগীতায় এই প্রশিক্ষন শুরু করা হয়। জীবন দক্ষতা প্রশিক্ষক মোস্তাফিজার রহমান সবুজ বলেন শিশু বিয়ে রোধ সহ ছোট ছোট শিশুরা বিভিন্ন সময় অমানুষিক নিযার্তনের শিকার হয়ে তারা প্রতিবাদ করতে পারে না। তাই প্রশিক্ষনার্থী পিয়ার লিডারদের মাধ্যমে একত্রিত হয়ে এসব প্রতিরোধে গনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।
×