ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইমনের স্ত্রীর প্রতিবাদ

প্রকাশিত: ০৫:৪৩, ২৩ অক্টোবর ২০১৫

ইমনের স্ত্রীর প্রতিবাদ

গত ১৯ অক্টোবর দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘জেলে থেকেও ইমনের চাঁদাবজি, লাশ ফেলার আল্টিমেটাম’ শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছে সানজিদুল ইসলাম ইমনের স্ত্রী খোন্দকার শাহনাজ পারভীন। প্রতিবাদলিপিতে শাহনাজ পারভীন বলেন, ইমনের শত্রুপক্ষ তার জীবনের ক্ষতি করার হীন চক্রান্তের অংশ হিসেবে তার নাম ভাঙ্গিয়ে টেলিফোনে হুমকি দিচ্ছে। ইমন কোন চাঁদাবাজ নয়। কোন খুনের সঙ্গেও জড়িত নয়। তার কোন বাহিনী, ক্যাডার বা সুপার ক্যাডার নেই। ইমনের নামে যারা চাঁদাবাজি করছে তাদের ধরিয়ে দিন। প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ইমনের মাতা-পিতা উভয়েই এদেশের খ্যাতনামা ডাক্তার। পৈত্রিক সূত্রে সে ধানমণ্ডিতে বাড়ি, ফ্ল্যাট ও দোকানসহ যথেষ্ট সম্পদের মালিক। ওই সম্পদ থেকে অর্জিত টাকায় সে নিয়মিত কর পরিশোধ করছে। চাঁদাবজির মতো ঘৃণ্য কাজের সঙ্গে সে কখনই জড়িত নয়। তার শক্রপক্ষ তার নাম ব্যবহার করে যদি কোন ব্যক্তির কাছে চাঁদাসহ কোন বেআইনী সুবিধা নেয়ার চেষ্টা করে তবে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেয়ার অনুরোধ করছি। সেই সঙ্গে সংবাদ প্রকাশ করার আগে তা যাচাই করে প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি। -বিজ্ঞপ্তি।
×