ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এক শ’ সদস্যের তরুণ প্রতিনিধি দল ভারত যাচ্ছে আজ

প্রকাশিত: ০৬:০১, ৪ অক্টোবর ২০১৫

এক শ’ সদস্যের তরুণ প্রতিনিধি দল ভারত যাচ্ছে আজ

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের ১০০ সদস্যের একটি তরুণ প্রতিনিধি দল ভারত সফরে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে আজ রবিবার সাতদিনের সফরে নয়াদিল্লীর উদ্দেশে দেশ ছাড়ছেন এই তরুণরা। শনিবার ঢাকার ভারতীয় দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিনিধি দলের সদস্যরা ভারতের রাজধানী নয়াদিল্লী, আগ্রা, জয়পুর ও কলকাতার দর্শনীয় সব জায়গায় ঘুরবেন। সেই সঙ্গে এই সফরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাত হবে বলে আশা করা হচ্ছে। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ঢাকার ভারতীয় দূতাবাস যৌথভাবে এই সফরের আয়োজন করেছে। ১০০ তরুণের ভারত সফর উপলক্ষে শনিবার রাজধানীর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী পবর্তারোহী মুসা ইব্রাহিম, সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া, অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মীম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ভারতীয় হাইকমিশনার প্রতিনিধি দলের সঙ্গে আলাপ করেন।
×