নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২ অক্টোবর ॥ কুষ্টিয়ায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রবিউল ইসলাম ওরফে রবি (৪৮)। শুক্রবার সকালে কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের দিখলঠাকড় বাড়িয়া গ্রামের মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। নিহত রবি শীর্ষ চরমপন্থী নেতা ছিল বলে পুলিশ জানায়। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার পরাণখালী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা রবির চোখ বেঁধে ওই মাঠের মধ্যে নিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। সকাল ১০টায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের দাবি, নিহত রবিউল গণমুক্তিফৌজের শীর্ষ নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ১৩টি মামলা রয়েছে।