ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় স্কুলে পানি পাঠদান ব্যাহত

প্রকাশিত: ০৬:৪৭, ১০ সেপ্টেম্বর ২০১৫

নওগাঁয় স্কুলে পানি পাঠদান ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ সেপ্টেম্বর ॥ নওগাঁর রানীনগর উপজেলায় বন্যায় সাতটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এই বন্যায় উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় বর্তমানে সেই বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ রয়েছে। তবে আসন্ন পিএসসি পরীক্ষার জন্য বিকল্প জায়গায় পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। বিদ্যালয়গুলোর মধ্যে উপজেলার করজগ্রাম হিন্দুপাড়ার লাইকুড়ি, সিংড়াডাঙ্গা ও পোঁয়াতাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা খুবই করুণ। এর মধ্যে লাইকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারটি ভঙ্গুর মাটির কক্ষে বন্যার পানি প্রবেশ করায় তা বর্তমানে পাঠদানের অনুপযোগী হয়ে পড়ায় বিদ্যালয়ের পাঠদান চলছে গাছতলায়। প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রোদ আর বৃষ্টির মধ্যে গাছতলার নিচে পাঠদান করাতে বাধ্য হচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু অন্যান্য বিদ্যালয়ের বিকল্প কক্ষের ব্যবস্থা থাকায় সেগুলো বেশি আশঙ্কাজনক নয়। লাইকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নীহার রঞ্জন দেবনাথ জানান, গ্রামের ঝরেপড়া ছেলে-মেয়েদের মাঝে প্রাথমিক শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ২০১০ সাল থেকে মাটির তৈরি চারটি কক্ষ নিয়ে শুরু হয় এই বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। এই দীর্ঘ সময়ের মধ্যে মাটির কক্ষগুলোর কোন সংস্কার না করায় তা ছিল পাঠদানের জন্য ঝুঁকিপূর্ণ। তবুও জীবনের ঝুঁকি নিয়ে চালাতে হতো পাঠদান কার্যক্রম। কিন্তু সম্প্রতি বন্যায় কক্ষের মধ্যে হাঁটু পানি প্রবেশ করায় এই কক্ষগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পানি চলে যাওয়ার পর এই কক্ষগুলো ধসে ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান জানান, সব বিদ্যালয়ের মধ্যে লাইকুড়ি বিদ্যালয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক।
×