ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউএস ওপেনে সরাসরি প্রবেশাধিকার পেলেন সেরেনা-জোকোভিচ

প্রকাশিত: ০৫:৪৪, ২৫ জুলাই ২০১৫

ইউএস ওপেনে সরাসরি প্রবেশাধিকার পেলেন সেরেনা-জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ আসছে আগস্টেই শুরু হতে যাচ্ছে মৌসুমের শেষ ও চতুর্থ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেন। আর এই ইভেন্টে সরাসরি প্রবেশাধিকার পেলেন মহিলা এককের শীর্ষে থাকা সেরেনা উইলিয়ামস এবং পুরুষ এককের নাম্বার ওয়ান নোভাক জোকোভিচ। বুধবার টুর্নামেন্ট কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো উইম্বল্ডন জয়ের স্বাদ পেয়েছেন আমেরিকান টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। সেই সঙ্গে ক্যারিয়ারের ২১তম মেজর শিরোপা জয়ের মাইলফলকও স্পর্শ করেন তিনি। অসামান্য সেই কীর্তির পর এখন ইউএস ওপেনে চোখ রাখছেন সেরেনা। ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ফ্লাশিং মিডো’তে শুরু হতে যাওয়া বছরের শেষ এই প্রতিযোগিতাটি সামনে রেখে তিনি বলেন, ‘উইম্বল্ডনের ফাইনালের শেষ মুহূর্ত পর্যন্তই আমি শান্ত ছিলাম। আর ফাইনাল জিতে খুবই আনন্দ অনুভব করেছি। এখন নিউইয়র্ক নিয়েই ভাবতে শুরু করেছি।’ উইম্বল্ডনের ফাইনালে সেরেনা উইলিয়ামসের প্রতিপক্ষ ছিলেন গারবিন মুগুরুজা। স্পেনের এই টেনিস তারকার সামনেও ছিল রেকর্ডের হাতছানি। কিন্তু সেই স্বপ্নকে গুড়িয়ে দিলেন উইলিয়ামস পরিবারের ছোট্ট মেয়ে। শিরোপা জয়ের লড়াইয়ে গারবিন মুগুরুজাকে ৬-৪ এবং ৬-৪ গেমে হারিয়ে ষষ্ঠবারের মতো উইম্বল্ডন শিরোপা নিজের শোকেসে তুলেন তিনি। মুগুরুজাকে হারিয়ে ২১ গ্র্যান্ডসøাম জয়ের পাশাপাশি নতুন একটি রেকর্ডও গড়েন তিনি। ২০০২-০৩ মৌসুমের পর টানা চার গ্র্যান্ডসøাম জিতে দ্বিতীয়বারের মতো ‘সেরেনা সøাম’ জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। তবে এসবই তার সাধণার ফল। এ বিষয়ে তার মন্তব্য হলো, ‘আমি পরপর চার গ্র্যান্ডসøাম জয়ের জন্য বারো বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। কয়েকবার ইনজুরিতে পড়েছি। আপনারা জানেন এটি আসা-যাওয়ার মধ্যেই আছে।’ ইউএস ওপেনকে সামনে রেখে সেরেনার সামনে থাকছে একই বছরে চার গ্র্যান্ডসøাম জিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘ক্যালেন্ডার সøাম’ জেতারও হাতছানি। এখন পর্যন্ত অনন্য এ রেকর্ডটির মালিক হয়েছেন তিনজন। স্বদেশী মৌরিন কোনোলি ১৯৫৩ সালে। অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট জিতেছিলেন ১৯৭০ সালে। আর জার্মানির স্টেফিগ্রাফ ১৯৮৮ সালে একই বছরে সব গ্র্যান্ডসøাম জিতেছিলেন। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বল্ডন জয়ের পর ইউএস ওপেন শিরোপা জিতে স্টেফিগ্রাফদের পাশে বসতে চান সেরেনা। শুধু তাই নয়, ইউএস ওপেন জিতলে গ্রাফের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২২ গ্র্যান্ডসøাম জয়েরও রেকর্ড গড়বেন ৩৩ বছর বয়সী সেরেনা। এরপর ২৪ গ্র্যান্ডসøাম নিয়ে তার সামনে থাকবেন শুধু অস্ট্রেলিয়ান তারকা মার্গারেট কোর্ট। এছাড়া মেজর টুর্নামেন্টে টানা ২৮ ম্যাচে জয় নিয়ে ইউএস ওপেন খেলতে নামবেন তিনি। নোভাক জোকোভিচও সম্প্রতি দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিচ্ছেন। সেরেনার মতো তিনিও সদ্যসমাপ্ত উইম্বল্ডনের শিরোপা নিজের করে নিয়েছেন। ফাইনালে টেনিসের আরেক জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরারকে হারান তিনি।
×