ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাহুল মুৎসুদ্দির এ্যালবাম ‘মন জানিরে’

প্রকাশিত: ০৬:৩৫, ২২ জুলাই ২০১৫

রাহুল মুৎসুদ্দির এ্যালবাম ‘মন জানিরে’

স্টাফ রিপোর্টার ॥ বর্তমানে সময়ে যে কয়েকজন সুরকার ও সঙ্গীত পরিচালক গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে রাহুল মুৎসুদ্দি অন্যতম। অডিও এ্যালবাম এবং চলচ্চিত্রের কাজে ব্যস্ত সময় পার করছেন। এবারের ঈদে এসেছে তাঁর সুর ও সঙ্গীত পরিচালনায় মিশ্র এ্যালবাম ‘মন জানিরে’। এখানে গান করেছেন কাজী শুভ, তৌসিফ, মিলনসহ অনেকে। গানের কথা লিখেছেন এমদাদ সুমন, ওমর ফারুক প্রমুখ। এ্যালবামটি রিলিজ হয়েছে সিডি চয়েসের ব্যানারে। এছাড়া বর্তমান সময়ে তিনি বেশ কয়েকটি জনপ্রিয় শিল্পীদের সলো ও মিশ্র এ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। রাহুলের কথা এবং সুরে প্রথম গান রিলিজ হয় ২০১৩ সালে। এরপর তার সঙ্গীত পরিচালনায় প্রথম গান করেন তানভীর শাহিন। গানটির শিরোনাম ছিল ‘প্রিয়ারে’। এরপর থেকে রাহুলের গানের ব্যস্ততা বেড়ে যায়। তার গায়কীতে প্রথম একক এ্যালবাম ‘স্বপ্ন ছোঁয়া’ প্রকাশিত হয় ২০১৪ সালে সিডি চয়েসের ব্যনারে। সঙ্গীত পরিচালনার পাশাপাশি নিয়মিত গানও গাইতে চান রাহুল। মাঝমধ্যে তিনি গানও লেখেন। তবে তার মনোযোগ সফল সুরকার ও সঙ্গীত পরিচালক হওয়ার দিকে। নিজের চেষ্টা ও মেধার সমন্বয়ে সফল সঙ্গীত পরিচালকের দিকে ধাবিত হচ্ছেন রাহুল। তার প্রথম সলো এ্যালবামের সাফল্যের পর এখন দ্বিতীয় সলো এ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। রাহুলের ছোট বেলাটা কেটেছে চট্টগ্রামে। সেখানে থেকে তার গানের শুরু। চার বছর বয়স থেকেই গান শিখতে শুরু করেন রাহুল। ছোট বেলা থেকেই তিনি বিভিন্ন গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছেন। ভবিষ্যৎ অডিও এবং চলচ্চিত্র দু’মাধ্যমেই মনোনিবেশ করতে চান।
×