ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সম্পাদক সমীপে

প্রকাশিত: ০৩:৫৮, ২১ জুলাই ২০১৫

সম্পাদক সমীপে

শিশু রাজনের কাছে করজোড়ে ক্ষমা চাই একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটে শিশু রাজনকে যে রকম নৃশংসভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে তা দেখে দেশব্যাপী তো বটেই বিশ্ববাসী হতবাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজন হত্যাকা-ের ভিডিও দৃশ্যটি মানুষের বিবেককে দগ্ধ করেছে। দেশের সর্বস্তরের মানুষের মধ্যে হত্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপরাধবোধে ভুগছে তারা। এ নিয়ে তাদের মধ্যে প্রশ্ন উঠেছে, এ কোন্্ অদ্ভুত আঁধার নেমে এসেছে দেশে? প্রকাশ্যে একটি নিষ্পাপ শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হলো আর অন্যরা দাঁড়িয়ে সেই দৃশ্য অবলোকন করল? কেউ এ জঘন্য পৈশাচিকতার প্রতিবাদও করল না? তাহলে কী আমাদের মানবিকতাবোধ উধাও হয়ে গেল? এ ঘটনাটি সরকারের নীতিনির্ধারক মহলকেও উৎকণ্ঠার মধ্যে ফেলে দেয়। হত্যাকা-ের পর বিলম্বে হলেও সরকারের কঠোর মনোভাবের কারণে হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে। দেশবাসীর প্রত্যাশা, শিশু রাজনের হত্যাকারীদেরও একই কায়দায় অর্থাৎ রাজনকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে শাস্তি দেয়া হোক। যদি হত্যাকারীদের এরকম শাস্তি দেয়া না হয় তাহলে আমরা শিশু রাজনের আত্মার কাছে অপরাধী হয়ে থাকব চিরকাল। মেছের আলী শ্রীনগর, মুন্সীগঞ্জ
×