ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন দিন পর পুঁজিবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ০৬:৫৩, ৮ জুলাই ২০১৫

তিন দিন পর পুঁজিবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা তিন দিনের পতন শেষে মঙ্গলবার মূল্য সূচকের উর্ধগতি দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) মোট ৬৪ ভাগ কোম্পানির দর বৃদ্ধির দিনে বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়ছে। ফলে ডিএসইতে আগের দিনের চেয়ে ১৫ শতাংশ লেনদেন বেড়েছে। বাজার সংশ্লিষ্ট মহলের মতে, আগামী ঈদ-উল- ফিতরকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ কমে যাওয়া এবং ব্যাংকের বিনিয়োগ সীামা সংক্রান্ত নীতিমালার সংশোধনের আশাবাদ ছড়িয়ে পড়ার কারণেই পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা ফিরে এসেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে ৪৮৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ৬২ কোটি ১০ লাখ টাকা বেশি লেনদেন। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪২৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। এ দিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৫টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮২ পয়েন্টে। ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের দিনের মতো মঙ্গলবারেও ডিএসইতে খাতওয়ারি লেনদেনের শীর্ষে ছিল ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানি। খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯৫ কোটি টাকা, যা মোট লেনদেনের ২০ ভাগ। দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতটি। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৫ কোটি টাকা, যা মোট লেনদেনের ১৬ ভাগ। তৃতীয় অবস্থানে দাঁড়ায় ওষুধ এবং রসায়ন খাতটি। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫২ কোটি টাকা, যা মোট লেনদেনের ১১ দশমিক ১৭ ভাগ। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছেÑ বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, এসিআই, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, এসিআই ফরমুলেশন, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। ডিএসইর দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, মুন্নু সিরামিক, স্ট্যান্ডার্ড সিরামিক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, জিকিউ বলপেন, আইসিবি, সুহৃদ ইন্ড্রাস্টিজ, প্রিমিয়ার সিমেন্ট ও খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ জুটস স্পিনার্স, ইবিএলএনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ড, ইসলামিক ফাইনান্স, রূপালী ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, হাক্কানী পাল্প, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও আনোয়ার গ্যালভানাইজিং। মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ৬৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ অলিম্পিক এক্সেসরিজ, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, এসিআই, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।
×