ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

মাছরাঙায় ধারাবাহিক নাটক ‘অপূর্বা’

প্রকাশিত: ০৫:৪০, ২৯ জুন ২০১৫

মাছরাঙায় ধারাবাহিক নাটক ‘অপূর্বা’

সংস্কৃতি ডেস্ক ॥ লাক্সের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টিভিতে প্রতি রবি-বুধ রাত ১১টায় প্রচার হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘অপূর্বা’। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার।পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। শহুরে জীবনে ভিন্ন গল্পধারী কয়েকজন নারীকে নিয়েই এই নাটকের মূল কাহিনী। জীবনের পথচলার মাঝে একই ফ্ল্যাটে বসবাস করে চার নারী, স্বাগতা, ইমি, স্বর্ণা, অপর্না। তাদের জীবনে জড়িয়ে আছে নানা রকমের মানুষের গল্প। নানান ঘটনা আর উত্থান-পতনের মধ্যদিয়ে এগিয়ে যেতে থাকে ‘অপূর্বা’ নাটকের গল্প।
×