ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০৬:৪৬, ১১ মে ২০১৫

যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির নিরাপত্তা জোরদার

মার্কিন সামরিক বাহিনী দেশব্যাপী বিভিন্ন সামরিক ঘাঁটির নিরাপত্তা জোরদার করেছে। ইসলামী জঙ্গীগোষ্ঠী সামরিক বা পুলিশ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালাতে পারে এফবিআইর এমন শঙ্কা প্রকাশের পর পূর্ব সতর্কতার অংশ হিসেবে তারা এ নিরাপত্তা জোরদার করে। শুক্রবার কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপির। প্রতিরক্ষা কর্মকর্তা জানান, যুুক্তরাষ্ট্র উত্তরাঞ্চলীয় কমান্ড প্রধান এডমিরাল উইলিয়াম গর্টনি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা বিভিন্ন সামরিক ঘাঁটি ও আমাদের দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’ ডালাস উপকণ্ঠে মহানবী হযরত মুহম্মদকে (সা.) নিয়ে রবিবারের কার্টুন প্রদর্শনীতে দু’ব্যক্তির হামলার প্রচেষ্টার পর এ পদক্ষেপ নেয়া হয়। সশস্ত্র ওই দু’ব্যক্তি প্রদর্শনী কেন্দ্রের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা তাদের গুলি করে হত্যা করে।
×