ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘এ’ ক্যাটাগরিতে ফারইস্ট ফাইন্যান্স

প্রকাশিত: ০৩:৩২, ৬ মে ২০১৫

‘এ’ ক্যাটাগরিতে ফারইস্ট ফাইন্যান্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত অর্থবছরে ফারইস্ট ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ঘোষণাকৃত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা হয়েছে। আর লভ্যাংশ দেয়ার কারণে কোম্পানির শেয়ার ‘এ’ ক্যাটাগরিতে যাচ্ছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভাংশ এবং ২ দশমিক ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। এদিকে লভ্যাংশ দেয়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করেছে, যা আজ বুধবার থেকে কার্যকর হবে। উল্লেখ্য, ফারইস্ট ফাইন্যান্স ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। লভ্যাংশ বিওতে পাঠাল ইউসিবিএল অর্থনৈতিক রিপোর্টর ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক ও বিও হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, ইউসিবিএল সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ। জানা গেছে, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে এই লভ্যাংশ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।
×