ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

সংক্ষিপ্ত সংবাদ

প্রকাশিত: ০৪:৪০, ২৪ এপ্রিল ২০১৫

সংক্ষিপ্ত সংবাদ

স্টাফ রিপোর্টার, মন্সীগঞ্জ ॥ বৃহস্পতিবার ৩৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তির একাংশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দক্ষিণ রামগোপালপুর থেকে এই মূর্তি উদ্ধার করে তারা। মিরকাদিম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলিল মাদবর জানান, রাস্তায় টহল পুলিশ দেখে অচেনা দুই নারী ও এক পুরুষ দক্ষিণ রামগোপালপুরের কবির চৌধুরীর বাড়ির উঠানে মূর্তির একাংশ ফেলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী দৃশ্যটি দেখতে পায়। সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ বুধবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাঁজাঞ্চী ইউনিয়নের রাউতরগাঁও গ্রামের সৌদি আরব প্রবাসী মনছুর আহমদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে। ঝালকাঠি পৌর মেয়রের বাড়িতে সন্ত্রাসী হামলা নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৩ এপ্রিল ॥ পশ্চিম ঝালকাঠি এলাকার পৌর মেয়র আফজাল হোসেনের পুরাতন বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় হুমাউন গ্রুপ নামে পরিচিত ২০-২৫ জন পৌর মেয়রের পুরাতন বাড়িতে তার বোনের পরিবারের ওপর হামলা চালায়। ঈশ্বরদী গণহত্যা দিবসে শহীদের স্মরণ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার বাদ আসর ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল শহীদ পাড়ায় ঐতিহাসিক গণহত্যা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান টিটির নেতৃত্বে দিনব্যাপী কোরানখানি, মিলাদ-মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রাজ্জাক। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কুমিল্লায় গ্রেফতারি পরোয়ানা নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ কুমিল্লায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ১নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ঠাকুরগাঁওয়ে অভিভাবক সমাবেশ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৩ এপ্রিল ॥ ঠাকুরগাঁও সালন্দর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সকালে সালন্দর উচ্চ বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য গোলাম মোস্তফা নূরে আলম চৌধুরী, সালন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আলম প্রমুখ। আর্ট কর্মশালার উদ্বোধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে মাহমুদ-মোস্তফা সংগ্রহ শালায় বুধবার থেকে দুদিনব্যাপী আর্ট কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উন্নয়ন সংগঠন ‘আমাদের গ্রামের’ ব্যবস্থাপনায় আর্ট ক্যাম্পের শুভ উদ্বোধন করেন দেশ বরেণ্য শিল্পী রফিকুন নবী। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী সমীর দত্ত, শিল্পী মোস্তাফিজুল হক, শিল্পী শামসুদ্দোহা, শিল্পী নিসার হোসেন, শিল্পী আফজাল হোসেন, শিল্পী শিশির ভট্টাচার্য, শিল্পী সিলভিয়া নাজনীন, শিল্পী নজরুল ইসলাম, শিল্পী বিমানেশ চন্দ্র, শিল্পী তরিকত ইসলাম। মুন্সীগঞ্জে রাজস্ব সম্মেলন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কুদ্দুস আলী সরকার, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার প্রমুখ। সম্মেলনে মুন্সীগঞ্জের ৬ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এ্যাসিল্যান্ডগণ অংশ নেন।
×